
প্রকাশিত: Thu, Dec 29, 2022 5:04 PM আপডেট: Wed, May 14, 2025 3:49 PM
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
রিয়াজুল ইসলাম: বৃহস্পতিবার ভোরে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সাদিক হোসেন ও মংলু মিয়া। স্থানীয়রা জানান, ভোরে বাংলাদেশের কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্তের দিকে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতেই ২ জন নিহত হন। তাদের সঙ্গীরা দুজনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের দেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দোলাপাড়া ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব